সুযোগ-সুবিধা

বিদ্যালয়ের শিক্ষার্থীদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর স্হাপন করা হয়েছে । সকল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের ব্যবস্থা । বিদ্যালয়ের দূর দুরান্তের শিক্ষার্থীদের জন্য নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থা চালু করা হয়েছে । ক্যাম্পাসে রয়েছে প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা । শিক্ষার্থীদের জন্য আছে পৃথক গ্রন্থাগার , পৃথক কম্পিউটার ল্যাব ও অন্যান্য ল্যাব, ইনডোর গেমস্ এবং রয়েছে একটি মানসম্মত ক্যান্টিন । অত্র প্রতিষ্ঠানকে অটোমেশন ও ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে । ইতিমধ্যে পরীক্ষার পূর্বেই সকল শিক্ষার্থী্কে ছবিযুক্ত প্রবেশপত্র দেয়া হচ্ছে। সকল শিক্ষার্থী্কে ছবিযুক্ত পাঠোন্নতিপত্র দেয়া হবে । শীঘ্রই শিক্ষার্থী্দের বেতন কাউন্টারের অটোমেশনের কার্যক্রম শুরু হবে । সকল শিক্ষার্থী্র থাকছে পৃথক আই.ডি নম্বার । বেতনাদি পরিশোধ করতে শিক্ষার্থী্ ও সম্মানিত অভিভাবকবৃন্দের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না,সর্বোচ্চ ১০/১৫ সেকেন্ডের মধ্যে শিক্ষার্থী/অভিভাবকগণ বেতনাদি পরিশোধ করতে পারবেন| বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের আমন্ত্রণ, শিক্ষার্থীদের উপস্থিতি-অনুপস্থিতির খতিয়ান, ফলাফল, পাওনাদির বিবরণ এস.এম.এস এর মাধ্যমে সংশ্লিষ্ট সম্মানিত অভিভাবকবৃন্দের কাছে পৌঁছানোর ব্যবস্থা রয়েছে। এমনকি ঘরে বসেই প্রেরিত এস.এম.এস – এর মাধ্যমে শিক্ষার্থী্দের পাওনাদি জেনে নিতে পারবেন । এ ছাড়াও রয়েছে ডিজিটাল ক্লাসের ব্যবস্থা যেখানে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে এবং তারা পাঠ্যবইয়ের যেকোনো সমস্যার সমাধান অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে তাৎক্ষণিকভাবে পেয়ে hv‡”Q| নিজস্ব মিলনায়তন, ডিজিটাল ক্লাস রুম, সি.সি টিভির মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা সর্বোপরি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের কচিকণ্ঠ বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ।